বাংলাদেশের বিখ্যাত ইল্মে ক্বিরাআত শিক্ষার প্রতিষ্ঠান মুমিনবাড়ী মাদ্রাসা চাঁদপুরের মহাপরিচালক
হযরত মাওলানা ক্বারী আবুল বাশার রহ.-এর অভিমত
نَحْمَدُهُ وَنُصَلِّي عَلَى رَسُولِهِ الْكَرِيمِ
আল্লহামদুলিল্লাহ্! হযরত মাওলানা রহমতুল্লাহ্ সাহেবের লিখিত “পবিত্র কুরআন ও দ্বীন শিক্ষায় নূরানী পদ্ধতি” কিতাবখানা আমি শুরু হইতে শেষ পর্যন্ত দেখিয়া অত্যন্ত আনন্দিত হইলাম। আমি মনে করি এই কিতাবখানা কুরআন শরীফ ও আহকামে দ্বীন সহীহ্ শুদ্ধভাবে শিক্ষা করা ও শিক্ষা দেওয়ার জন্য যুগোপযোগী হইয়াছে। আমি আমার মুহিব্বীন ও মুতা’আল্লিক্বীনগণকে এই কিতাব দ্বারা উপকৃত হওয়ার জন্য পরামর্শ দিতেছি।
আমি গভীর অন্তকরণে দু’আ করি-মহান আল্লাহ্ লিখকের এই প্রচেষ্টাকে কবূল করিয়া ইহাকে নূরানী মু’আল্লিম ভাইগণের জন্য সুষ্ঠ ও সুন্দরভাবে ট্রেনিং-এর শিক্ষাকার্য পরিচালনার ও সমস্ত মুসলমান ভাইগণের সহীহ শুদ্ধভাবে কুরআন শরীফ তেলাওয়াত ও জরুরিয়্যাতে দ্বীন শিক্ষার উত্তম ওয়াসীলা বানাইয়া দিন এবং ইহার সুফল ‘আম ও খাছ সর্বস্তরে পৌছাইয়া দিন ও লিখককে এই ধরনের আরো অধিক মূল্যবান খিদমত করিবার তাওফীক দান করুণ। (আমীন!)
(বই থেকে সংগৃহীত)
Reviews
There are no reviews yet.